ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন জন নিহত হয়েছেন। বুধবার জাকার্তার দক্ষিণ টাংগেরাংগ একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে ওই বাড়ি থেকে বোমা উদ্ধার করা হয়। বার্তাসংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
পুলিশ জানিয়েছে, রাজধানী জাকার্তাসহ অন্যান্য এলাকায় আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ধারবাহিক গ্রেফতার অভিযান চালানো হয়। এতে ১৪ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ শেষে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
পুলিশের মুখপাত্র রিকওয়ান্তো স্থানীয় মেট্রো টিভিকে বলেন, অভিযানকালে বাড়িটির ভেতর থেকে তারা বোমা ছুড়ে মারলেও এটি বিস্ফোরিত হয়নি। তারপর ভেতর থেকে গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে জীবিত আটক করা হয়েছে।
দক্ষিণ টাংগেরাংগ পুলিশের সিনিয়র কর্মকর্তা আয়ি সুপারডান বলেছেন, আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্য থেকে জানা গেছে যে, বছরের শেষের দিকে বড়সর বোমাটি ব্যবহারের পরিকল্পনা ছিল তাদের। তবে বোমা হামলার সম্ভাব্য কোনো টার্গেট সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৬/হিমেল