পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, সন্ত্রাসবাদের হুমকি নিরসন করতে পাকিস্তান বদ্ধপরিকর। আমাদেরকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তবে আমরা সন্ত্রাসবাদের হুমকিকে কার্যকরভাবে নস্যাৎ করেছি। পাকিস্তানে তালেবান ও আল-কায়েদার ‘অভয়াশ্রম’ ধ্বংস করা হয়েছে এবং তারা দেশ থেকে নির্মূল হয়ে গেছে। আর এজন্য পাকিস্তানকে বড় ধরনের মূল্য দিতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বসনিয়া-হারজেগোভিনা সফরকালে বুধবার দেশটির জাতীয় সংসদে দেয়া বক্তৃতায় নওয়াজ শরিফ এ কথা বলেন।
তিনি বলেন, পাকিস্তানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কোনো উপস্থিতি নেই। বসনিয়ার ব্যবসায়ীদের একটি ফোরামে দেয়া অন্য এক বক্তৃতায় নওয়াজ বলেন, দেশের অর্থনীতি এখন সঠিক পথে এগিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কারণে নিরাপত্তা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। ফলে পাকিস্তান এখন বিনিয়োগের একটি আদর্শ গন্তব্যে পরিণত হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার