ইরাকের মসুল শহরে বোমা হামলায় ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
বৃহস্পতিবার রাতে দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিকগুলো এ খবর জানায়।
কে বা কারা বোমা হামলা চালিয়েছে তা জানা যায়নি এবং এ হামলার জন্য কেউ দায়ও স্বীকার করেনি। তবে এর আগে এক খবরে বলা হয়, মসুলে তিনটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।