মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প বলেন, জার্মানির বার্লিন ও তুরস্কের আঙ্কারায় সন্ত্রাসী হামলার ঘটনা প্রমাণ করে, যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের সংখ্যা কমাতে তার প্রস্তাব সঠিক ছিল। সেই সঙ্গে বার্লিনের ক্রিসমাস মার্কেটে লরি হামলা এবং তুরস্কে রাশিয়ার রাষ্ট্রদূতকে হত্যার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যা হচ্ছে তা ভয়ানক, খুবই ভয়ানক। খবর এনডিটিভি এর।
জার্মানির বার্লিন ও তুরস্কের আঙ্কারার মত ঘটনা যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশের ওপর কোনো প্রভাব ফেলবে কি না সে প্রসঙ্গে বুধবার সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আপনারা তো আমার পরিকল্পনা জানেন। এখন পর্যন্ত আমি যা বলেছি, তাই সঠিক প্রমাণিত হয়েছে। যা হচ্ছে, তা অত্যন্ত লজ্জাজনক।’
বার্লিন হামলার ঘটনায় দেওয়া এক বিবৃতিতে গত সোমবার ট্রাম্প বলেন, ‘আইএস ও অন্য ইসলামী সন্ত্রাসী দলগুলো ক্রমাগতভাবে খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় এবং মানুষের ওপর নিজেদের জিহাদের অংশ হিসেবে হামলা চালাচ্ছে।’
অরল্যান্ডোতে নাইট ক্লাবের ঘটনার প্রসঙ্গ তুলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এগুলো আসলে মানবতার বিরুদ্ধে হামলা। এসব অবশ্যই বন্ধ হওয়া উচিত।’
উল্লেখ্য নিজের নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মুসলমানদের প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করবেন তিনি। এ মন্তব্যের পর দেশে-বিদেশে ব্যাপক সমালোচিত হন ট্রাম্প।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৬