ছিনতাইয়ের পর মাল্টায় অবতরণে বাধ্য করা লিবীয় বিমানের সব যাত্রীকে ছেড়ে দিয়ে ছিনতাইকারীরা আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন মাল্টার প্রধানমন্ত্রী। এক টুইটে তিনি জানিয়েছেন, আত্মসমর্পণের পর দুই ছিনতাইকারীকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
জানা যায়, লিবিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ‘আফ্রিকিউয়া এয়ারওয়েজের’ এয়ারবাস এ-৩২০ ফ্লাইটটি দুই ছিনতাইকারী যাত্রীবেশে শুক্রবার (২৩ ডিসেম্বর) অপহরণ করেন। তাদের একজনের হাতে হ্যান্ডগ্রেনেড ছিল, তারা বিমানটি উড়িয়ে দেওয়ার হুমকিও দেন। বিমানটি ১১৮ জন আরোহী নিয়ে স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে সাবহা থেকে ত্রিপোলির পথে রওনা হওয়ার পর মাঝপথে এই ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এ মজুমদার