মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মার্কিনীরা এখনো আমার প্রগতিশীল পরিবর্তনের প্রতি আকৃষ্ট। তাই আমি নিশ্চিত যে, আমি যদি তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচন করতাম তাহলে আমি অধিকাংশ আমেরিকানের সমর্থণ নিয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হতাম। প্রার্থী হওয়ার সুযোগ থাকলে আমি এবারের প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হতাম। মার্কিন সংবাদমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন প্রেসিডেন্ট ওবামা।
ট্রাম্পের বিজয় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ওবামা ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচারণায় ঘাটতি ছিল বলে উল্লেখ করেন। তিনি মনে করেন, তার আশা এবং পরিবর্তনের নীতি এখনো মানুষকে আকৃষ্ট করে। ২০০৮ সালে এই নীতির মাধ্যমেই ওবামা জয় পেয়েছিলেন বলে ধারণা করা হয়। ইউনিভার্সিটি অব শিকাগো ইনস্টিটিউট অব পলিটিক্যস ও সিএনএনের যৌথ উদ্যোগে প্রচারিত দ্য এক্স ফাইলসকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার