ভারতে কানপুরের কাছে বুধবার একটি ট্রেনের ১৪ টি বগি লাইনচ্যুত হয়ে ৫০ জন আহত হয়েছেন। নিহত হয়েছেন দুই জন। আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
সংশ্লিষ্ট রেলওয়ে কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
শিয়ালদা যাওয়ার পথে আজমের-শিয়ালদা এক্সপ্রেসটির বগি লাইনচ্যুত হলে স্থানীয় সময় ভোর স্থানীয় সময় ৫টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা তখন ঘুমোচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই আচমকা এই বিপর্যয়।
এখন চলছে উদ্ধার কাজ। তবে কীভাবে বগিগুলো লাইনচ্যুত হয়েছে তা এখনও জানা যায়নি।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/ফারজানা