সাম্প্রতিক প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, শিশুদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের শত্রু নিধনের অনুশীলনে নামিয়ে দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। সেক্ষেত্রে সিরিয়ায় তাদের অধীনে থাকা বন্দীদের অনুশীলনের সরঞ্জাম হিসেবে ব্যবহার করছে তারা। ভিডিওতে দেখা যাচ্ছে হাতে বন্দুক দিয়ে ছাত্রদের নির্দেশ দেওয়া হচ্ছে শত্রুদের খোঁজার। এক্ষেত্রে বন্দীদের পলাতক বা লুকিয়ে থাকা শত্রুর সাজে ব্যবহার করা হচ্ছে।
কোন বন্দীকে গুলি করা হচ্ছে বা কাউকে উপর থেকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। অনুশীলনে ব্যবহারকারী বাচ্চাদের বয়স ১৩র বেশি হবে না বলে ধারনা করা হচ্ছে। তাদের প্রত্যেকের হাতে রয়েছে অস্ত্র। ৩৪ মিনিটের ভিডিওতে একটি বাচ্চাকে বলতে শোনা গিয়েছে যে তার বাবা তার হাতে বন্দুক তুলে দিয়েছে। এই সমস্ত শিশুদের আইএসের ভাষায় বলা হয় ‘কাবস অফ খিলাফত’।
তবে এই প্রথম শিশুদের ট্রেনিং ভিডিও প্রকাশ করেনি আইএস। আগের ভিডিওগুলিতে দেখা গিয়েছে তাদের অধীনে থাকা বন্দীদের গুলি করছে কিশোর বয়সের বেশকিছু যুবক। ২০১৩ সালে সিরিয়া ও ইরাকের বিভিন্ন স্থানের দখল নেয় আইএস। এরপর থেকেই দেশের স্কুল শিক্ষার্থীদের দায়েশ পদ্ধতিতে নিজেদের মতাদর্শে গড়ে তুলতে শুরু করে তারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল ভিডিওটি আংশিক প্রকাশ করেছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
বিডি প্রতিদিন/০১ জানুয়ারি ২০১৭/হিমেল