১৫৩ জনের মৃত্যুদণ্ড। অবাক করার মত ঘটনা হলেও সত্যি। তবে এদেশর ঘটনা নয়। যে দেশের ঘটনা সে দেশের বাসিন্দাদের কাছে এটা বোধহয় খুব বেশি বিস্ময়কর নয়। ঘটনা সৌদি আরবের। ২০১৬-র গোটা বছরে মোট ১৫৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের প্রশাসন৷ অন্তত, সরকারি হিসাব তেমনটাই বলছে৷ যদিও এই পরিসংখ্যান গত বছরের তুলনায় কম। ২০১৫-য় এই পরিসংখ্যানটা ছিল ১৫৮।
যদিও মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে পিছিয়ে নেই ইরান ও পাকিস্তানও। ২০১৫-য় এই দৌড়ে সৌদি আরবের পরেই জায়গা করে নিয়েছিল এই দুটি দেশ। সারা বিশ্বে রক্ষণশীল দেশগুলোর ক্ষেত্রে সৌদি আরবের নাম প্রথম সারিতে।
চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন, মাদকচক্র চালানো বা মাদক সেবন এই সব ক্ষেত্রেই সেদেশে একটাই শাস্তি, তা হলো মৃত্যুদণ্ড। পাশাপাশি, ২০১৬-য় মৃত্যুদণ্ড প্রাপ্ত ১৫৩ জনের মধ্যে ৪৭ জন সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য অভিযুক্ত ছিল।
এদিকে এই মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে রয়েছেন একজন শিয়া মৌলবীও। যার নাম নিমর-অল-নিমর। যে ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ইরান। এমনকি প্রতিবাদে রিয়াদের রাস্তায় পথেও নেমেছিলেন বহু ইরানি বিক্ষোভকারী।
বিডি প্রতিদিন/০১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম