সদ্য নির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, কোন কম্পিউটারই নিরাপদ নয়। তাই তার ব্যক্তিগত পছন্দ কুরিয়ারে চিঠি পাঠানো। ট্রাম্প নিজেও টুইট করা ছাড়া খুব একটা কম্পিউটার ব্যবহার করেন না বলে সংবাদমাধ্যমে জানা যায়।
নতুন বছরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ট্রাম্প বলেন, আপনার যদি কোন ব্যক্তিগত কথা লিখে পাঠানোর প্রয়োজন হয়, তাহলে আপনি কুরিয়ার মারফত চিঠি পাঠান। পুরনো ফ্যাশনের হলেও আমিও ওই একইভাবে চিঠি পাঠাই। এই ট্রাম্পের বিরুদ্ধেই প্রযুক্তিকে ব্যবহার করে নির্বাচনে জয়লাভের অভিযোগ উঠেছে। মার্কিন গোয়েন্দাদের অভিযোগ, রুশ হ্যাকারদের মদত নিয়েছেন ট্রাম্প। যদিও অভিযোগ স্বীকার করেনি রাশিয়া। ট্রাম্প জানান, আমি হ্যাকিং সম্পর্কে অনেক কিছুই জানি। হ্যাকিংয়ের অভিযোগ উঠলেও তা প্রমাণ করা বেশ কঠিন।
হ্যাকারদের হাত থেকে বাঁচতেই ট্রাম্পের পছন্দ কুরিয়ারে চিঠি পাঠানো। আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাকে আরো আঁটসাঁট করতে নতুন কিছু পন্থা অবলম্বন করতে যাচ্ছেন বলেও জানিয়েছেন ট্রাম্প।
বিডি প্রতিদিন/এ মজুমদার