ব্রাজিলের সাও পাওলো প্রদেশের ক্যাম্পিনাস এলাকায় নতুন বছরের পার্টি চলছিল৷ ক্যাম্পিনাস শহরের এই পার্টিতে উড়ছিল শ্যাম্পেনের বোতল। আনন্দের লহরের মাঝেই মৃত্যুর বিভীষিকা। আচমকা গুলির বৃষ্টি। এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালিয়ে অন্তত ১১ জনকে খুন করেছে। নিহতদের মধ্যে রয়েছেন তার প্রাক্তন স্ত্রী ও আট বছরের শিশু সন্তান। গুলিতে জখম হয়েছেন অন্তত ১৫ জন। তাদের অবস্থা গুরুতর। নির্বিচারে মানুষ মেরে আত্মঘাতী হয়েছে ওই বন্দুকধারী বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
ঘটনার পর সাও পাওলো শহরের পুলিশ তদন্তে নেমেছে। হামলাকারীর পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত অন্যান্যদেরও পরিচয় খোঁজা হচ্ছে। এলাকাবাসী জানিয়েছেন, নতুন বছর শুরুর আনন্দে প্রচুর আতশবাজি ফাটছিল। হামলাকারী সেই সুযোগে এলোপাথাড়ি গুলি চালায়। প্রথমে কিছুই বুঝতে পারা যায়নি। কোন রকমে যারা পালাতে পেরেছিলেন তাদের কাছে বিষয়টি জানতে পারা যায়। খবর পেয়ে পুলিশ এলাকা ঘিরে নেয়। ব্রাজিলে সদ্য গ্রিসের রাষ্ট্রদূত খুনের ঘটনার পরেই ঘটল এই মর্মান্তিক হামলা।
বিডি প্রতিদিন/এ মজুমদার