উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীন সীমান্ত। আর তারই জের ধরে চীনের স্কোয়াড্রন ভাঙার জন্য ভারতের উত্তর-পূর্ব সীমান্ত থেকে “আকাশ-৫৪০” মিসাইল মোতায়েন করবে ভারত। গত কয়েকবছর আগে ভারতীয় সেনাবাহিনীর হাতে আসে আকাশ-৫৪০ মতো মিসাইল। যা খবি দ্রুতই টার্গেটকে উড়িয়ে দিতে সক্ষম। এবার সেই মিসাইলই চীন সীমান্তে মোতায়েন করতে পারে ভারত। দেশটির সেনা সূত্রে এমনটাই জানা গেছে।
জানা গেছে, আকাশ মিসাইল সিস্টেম প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা দ্বারা উন্নত এবং পিএসইউ ভারত ডাইনামিক্স দ্বারা নির্মিত হয়েছে। আকাশ-৫৪০ মিসাইল যেকোনো আবহাওয়ায় ২৫ কিমি সীমার মধ্যে একাধিক লক্ষ্যমাত্রা আনতে সক্ষম।
অন্যদিকে, ভারত সীমান্তেও ক্রমশ শক্তি বাড়াচ্ছে চীন। ডোকালামসহ একাধিক বিষয়ে চীন সীমান্তে ক্রমশ বেড়েছে উত্তেজনা।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ