ইরানের রাজধানী তেহরানে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে তেহরানের নিকটবর্তী মালার্দ শহরে রিখটারস্কেলে ৫.২ মাত্রার এই ভূমিকম্প আঘাত আনে। তেহরান নগরীসহ গোটা তেহরান প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়।
এর কেন্দ্রস্থল ছিল তেহরান ও আলবোর্জ প্রদেশের মাঝামাঝি এলাকায় ভূপৃষ্ঠের সাত কিলোমিটার গভীরে।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে এ ভূমিকম্পে তেহরানের পাশাপাশি, কারাজ, কোম, কাজভিন এবং আরাক শহরেও ভূকম্পন অনুভূত হয়েছে।ভূমিকম্পের ফলে তেহরানের অধিবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং অনেকে রাস্তায় নেমে আসেন।
উল্লেখ্য, গত মাসেই এক ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ইরানের বহু মানুষ। গত ১২ নভেম্বর ৭.৩ মাত্রার ভূমিকম্পে মৃত্যু হয় অন্তত ৫৪০ জনের। আহত হন কয়েক হাজার।ইরান ও ইরাকের সীমান্তে হয়েছিল ওই ভূমিকম্প।
বিডিপ্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান