আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে যেভাবে পাকিস্তানের অ্যাবটাবাদে ঢুকে গোপন অভিযানে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র, সেভাবেই জামাদ–উদ–দাওয়া প্রধান হাফিজ সাইদকে হত্যা করতে গোপন অভিযান চালাতে পারে তারা।
গতকাল শুক্রবার পাকিস্তান বিদেশ মন্ত্রালয়ের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা এই আশঙ্কা প্রকাশ করেছেন। পিপিপি'র সাংসদ ফরহাতুল্লা বাবর বলেন, বছর কয়েক আগে অ্যাবটাবাদ অভিযানের আগেও লাদেনের মাথার দাম ২৫ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছিল আমেরিকা। এখন তারা সেভাবেই হাফিজের মাথার দাম ১০ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছে।
এরপরেই তিনি বলেন, লাদেনের মতোই হাফিজকেও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছে জাতিসংঘ। এই সবই ফের একটা অ্যাবটাবাদ ধাঁচের অভিযানের ইঙ্গিত বলেই মনে করছে পাকিস্তান।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর