তুরস্কে মাদকবিরোধী অভিযানে ১৭৫ জন সন্দেহভাজনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
শুক্রবার অভিযানে পুলিশ ১শ কেজি অ্যাসেটিক এনহাইড্রাইড (হেরোইন তৈরিতে ব্যবহৃত রাসায়নিক), ১১ কিলোগ্রাম মারিজুয়ানা, দুই কিলোগ্রাম সিনথেটিক ড্রাগ, প্রায় ৩৫০০ ওষুধ ও চারটি আগ্নেয়াস্ত্র জব্দ করে।
উল্লেখ্য, এ মাসের শুরুতে তুর্কি কর্তৃপক্ষ জানায়, বছরের শুরু থেকে চলা মাদকবিরোধী অভিযানে ৪৬ হাজার জনকে রিমান্ডে নেওয়া হয়।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ