যত দিন যাচ্ছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে দাবানল ততই বেড়ে চলছে। গত ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ দাবানল অঙ্গরাজ্যটির উপকূলীয় এলাকাতেও ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় শুক্রবার ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এমনটা জানানো হয়েছে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস বলছে, ওই দাবানলে এরই মধ্যে ২ লাখ ৭৩ হাজার ৪০০ একর এলাকা পুড়ে গেছে। যা ২০০৩ সালের সান দিয়াগোর দাবানলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ওই সময় দাবানলে ১৫জনের প্রাণহানি ঘটেছিল। এদিকে ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করে যাচ্ছে।
দাবানলের কারণে এখনও ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি রয়েছে। এছাড়া জরুরি ঘোষণায় বলা হয়েছে, দাবানলের কারণে অনেক স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং হাজার-হাজার বাড়িঘর হুমকির মুখে রয়েছে। এজন্য হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেবার প্রয়োজন বলে জানা গেছে।
প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিকে বলা হয়েছিল, বাতাসের কারণে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এ আগুন।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ