জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনাদের গুলিতে ৩ ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার দুপুরে রাজৌরির কেরি সেক্টরে প্রবল গোলবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনারা।
নিহত সেনা সদস্যরা হলেন, মেজর প্রফুল্ল আম্বাদাস, লান্স নায়েক গুরমেল সিং, সিপাই পারগত সিং। পাল্টা গুলি চালিয়ে পাকিস্তানের একাধিক সেনা পোস্ট গুঁড়িয়ে দেন ভারতীয় জওয়ানরা।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, এখনও পর্যন্ত ৭৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান সেনার গুলিতে এখনও পর্যন্ত মারা গেছেন মোট ৩৩ জন। এদের মধ্যে ১২ সাধারণ নাগরিক।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/আরাফাত