আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত সাতজন বেসামরিক লোক নিহত হয়েছেন। রবিবার প্রাদেশিক সরকারের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
হেলমান্দ প্রদেশ সরকারের মুখপাত্র ওমর জোয়াক বলেন, সকালে প্রদেশের মার্জা জেলায় একটি মিনিবাস রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার ওপর দিয়ে যাওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে। বাসটিতে ১০ আরোহী ছিল। বাসের পাশে তিন পথচারীও এই বিস্ফোরণে আহত হয়। এই ঘটনার জন্য 'আফগানিস্তানের শত্রুদের' দায়ী করেছেন। তালেবানদের বুঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৭/আরাফাত