ইরানের রাজধানী তেহরানে বুধবার ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের সময় হার্ট অ্যাটাকে এক ব্যক্তি মারা গেছেন। এসময় আরও অন্তত ৫৬ জন আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সংবাদমাধ্যম জানায়, কম্পনে আতঙ্কিত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছেন আরও অন্তত ৫৬ জন।
ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। ২০০৩ সালে কেরমান প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ৩১ হাজার লোক নিহত হয়েছিল এবং ওই প্রদেশের প্রাচীন নগর বামকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম