জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়াকে জ্বালানি তেল দেওয়ায় পানামার পতাকাবাহী আরেকটি জাহাজ জব্দ করেছে দক্ষিণ কোরিয়া। রবিবার দক্ষিণ কোরিয়ার এক কাস্টমস কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
এ ব্যাপারে ওই কর্মকর্তা বলেছেন, পায়োংতায়েক-দাংজিন বন্দরে জব্দ করা হয় জাহাজটি। তবে ইস্যুটি খুবই স্পর্শকাতর হওয়ায় এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
এদিকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, জাহাজটি ৫ হাজার ১০০ টন তেল বহন করতে পারে এবং এর ক্রুদের অধিকাংশই চীন ও মিয়ানমারের নাগরিক। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা ও কাস্টমস বিভাগ যৌথভাবে এ নিয়ে তদন্ত করছে।
উল্লেখ্য, উত্তর কোরিয়ায় তেল রপ্তানি নিষিদ্ধ করে গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞার আওতায় এ নিয়ে জাহাজ দুটি জব্দ করেছে দক্ষিণ কোরিয়া। এর আগে শুক্রবার দক্ষিণ কোরিয়া জানায়, উত্তর কোরিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সাগরে স্যাম জং-২ নামের জাহাজকে ৬০০ টন তেল সরবরাহ করায় নভেম্বর মাসের শেষ দিকে হংকংয়ের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করে কর্তৃপক্ষ।
সূত্র : রয়টার্স অনলাইন
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ