নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে বোকো হারাম জঙ্গিদের হাতে বন্দি থাকা ৭০০ জনেরও বেশি লোক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
এ ব্যাপারে সামরিক বাহিনীর এক মুখপাত্র কর্নেল টিমথি আন্তিগা বলেন, লেক সাদের বিভিন্ন দ্বীপ থেকে পালিয়ে এসে বরনো প্রদেশের মনগুনো শহরে প্রবেশ করেছে। নাইজেরিয়া সেনা কর্তৃপক্ষের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, পালিয়ে আসা ৭০০ জনের মধ্যে অধিকাংশই কৃষক, জেলে। এর আগে তাদের স্বজন কৃষি খামারের শ্রমিকদের অনেককে হিথেরতোতে অপহরণ করে নিয়ে গিয়েছিল বোকো হারাম।
তবে সামরিক বাহিনীর এ দাবির কোন সূত্র পাওয়া যায়নি এখনও। এদিকে, বিবিসির একজন প্রতিনিধি জানাচ্ছে, নির্দিষ্ট সময় ধরে সম্ভবত তারা পালিয়ে এসেছে, একেবারে না।
সামরিক বাহিনী জানাচ্ছে, সাম্প্রতিক সময়ে বোকো হারামের ওপর একটি অভিযান চালিয়েছে সশস্ত্র বাহিনী। যার কারণে তারা এখন অনেকটা দুর্বল হয়ে পড়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ