পারমাণবিক শক্তি নিয়ে তিন দশকের পুরোনো দ্বিপাক্ষিক একটি চুক্তি নিয়ে তালিকা বিনিময় করল ভারত এবং পাকিস্তান৷ সূত্রের খবর, দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা নয়াদিল্লিতে এই তালিকা বিনিময় করে৷ স্বচ্ছতা বজার রাখতে এবং একে অপরের উপর পরমাণু হামলা রুখতে এই চুক্তিটি সাক্ষরিত হয় ১৯৮৮সালের ৩১ ডিসেম্বর৷ যেটি কার্যকরী হয় ১৯৯১সালের ২৭জানুয়ারি৷ এই বিশেষ চুক্তিটির নাম- prohibition of attack against nuclear installations৷
১৯৯২সালের পর থেকেই ভারত-পাকিস্তান দুই দেশ একে অপরকে এই তালিকা প্রেরণ করেছে৷ প্রায় ২৭ বছর ধরে চিরাচরিত রীতি অনুযায়ী চলছে এই বিনিময়৷ নতুন বছরের প্রথম দিনেই দুই দেশ একে অপরকে এই তালিকা দিয়ে থাকে৷ পারমাণবিক শক্তির সম্ভার এবং সেটির কার্যকারিতা নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরা হয় সেই তালিকায়৷ গত বছর সেপ্টেম্বরে ভারতের পারমাণবিক প্রধান ডক্টর শেখর বসু জানিয়েছিলেন, নতুন আবিষ্কারের ফলে ভারতে খনিজ সম্পদের পরিমাণ এখন প্রচুর৷ পারমাণবিক শক্তির জন্য প্রয়োজনীয় খনিজ ইউরেনিয়ামের যথেষ্ট পরিমাণে রয়েছে৷ ভারতে এখনও অবধি ২২টি পারমাণবিক শক্তি কেন্দ্র রয়েছে৷ এই বিদ্যুৎ কেন্দ্রগুলির ৬৭৮০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে৷ এই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে কুদানকুলাম এবং তামিলনাড়ুতে যে দুটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলি রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামে চালিত হয়৷ রাশিয়া এই দুটি পারমাণবিক কেন্দ্রেই আগামী ৬০ বছর অবধি ইউরেনিয়াম সরবরাহ করবে৷ কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার