যুক্তরাজ্যের থেরেসা মে'র সরকার চলতি বছরেই নতুন ইমিগ্রেশন বিল উত্থাপন করতে যাচ্ছে। আর এ বিলে বিদেশি ছাত্রদের অভিবাসী হিসেবে গণনা করার পক্ষে অনড় দেশটির প্রধানমন্ত্রী। যদিও তাকে এমন অবস্থা থেকে সরে আসতে অনুরোধ করেছেন যুক্তরাজ্যের নীতিনির্ধারকগণ।
দেশটির নীতিনির্ধারকরা বলছেন, নতুন নিয়মে যুক্তরাজ্যে যাওয়া বিদেশি ছাত্ররা ক্ষতিগ্রস্ত বা নিরুৎসাহিত হবে।
থেরেসা প্রধানমন্ত্রী হওয়ার আগে যখন দেশটির মন্ত্রী ছিলেন, তখন থেকেই তিনি এ বিষয়ে তার অবস্থান ধরে রেখেছেন। এ নিয়ে যুক্তরাজ্যের অন্যান্য প্রভাবশালী মন্ত্রীদের সঙ্গে থেরেসার মতবিরোধও স্পষ্ট হয়েছে।
তবে থেরেসার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘প্রধানমন্ত্রীর এ বিষয়ে মতামত অতি পরিষ্কার। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ১২ মাসের বেশি সময় কেউ যদি এসে থাকে তাহলে তাকে ইমিগ্র্যান্ট বলা হবে। ’
থেরেসার বিরোধীতা করে যুক্তরাজ্যের অন্য মন্ত্রীরা বলছেন, নতুন এ নিয়মের ফলে যুক্তরাজ্যের উচ্চশিক্ষা প্রদানকারী বিশ্ববিদ্যালয়গুলো ক্ষতিগ্রস্ত হবে।
বিডিপ্রতিদিন/ ০৩ জানুয়ারি, ২০১৮/ ই জাহান