পেরুর রাজধানী লিমার উত্তরাঞ্চলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ছয় জন শিশু। পেরুর জরুরি সংস্থার কর্মীরা বুধবার এ তথ্য জানিয়েছে।
বাসটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রের পাশে প্রায় ১শ মিটার গভীরে খাদে পরে যায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বাসটি ৫৫ যাত্রী ও দুই ক্রু নিয়ে হুয়াশো থেকে লিমা যাচ্ছিল।
বিডি প্রতিদিন/ ০৪ জানুয়ারি ২০১৮/ এনায়েত করিম