ভারতের মহারাষ্ট্র প্রদেশে বনধ চলাকালীন সংঘর্ষের ঘটনায় বিভিন্ন থানায় এ পর্যন্ত ১৬টি এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ। দলিত গোষ্ঠীর বিক্ষোভে জড়িত থাকার অভিযোগ ৩০০ এর বেশি মানুষকে আটক করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভে মহারাষ্ট্র সড়ক পরিবহন করপোরেশনের ২০০ এর বেশি বাস ভাংচুর করা হয়েছে। বিক্ষোভ দমনে ১৪৪ ধারা জারি করা হয় মুম্বাইয়ের থানে জেলায়। বুধবার মধ্যরাত পর্যন্ত এটি বলবৎ ছিল।
মুম্বাইয়ের কিছু জায়গায় ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়। ২০০ বছর আগের যুদ্ধ জয়ের উদযাপনকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভ-সংঘর্ষের পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র সরকার। সূত্র : ইকোনমিক টাইমস, হাফিংটন পোস্ট
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি, ২০১৮/ফারজানা