লক্ষ্য গাঁজা বাজারে শীর্ষস্থানটি নিজেদের দখলে নেওয়া৷ আর সেই লক্ষ্য নিয়েই একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ছে৷ লড়াইতে অস্ট্রেলিয়া যেমন আছে, তেমনই আক্রমণাত্মক ইসরায়েল ও উরুগুয়ে৷ যার ফলে এই তিন দেশ চাইছে একে অপরকে টেক্কা দিতে৷ খবর বিবিসি'র।
জানা গেছে, চিকিৎসায় ব্যবহৃত গাঁজা রফতানিতে শীর্ষস্থান দখল করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে অস্ট্রেলিয়া সরকার৷ কানাডা এবং নেদারল্যান্ডসের বাজারে গাঁজা বিক্রির পর এখন বিদেশেও রফতানি শুরু করা হয়েছে। সেই কারণে দেশ দুইটির আইন সংশোধন করা হচ্ছে৷
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্যান্সারের কেমোথেরাপি চিকিৎসায় রোগীর মাথা ধরা ও বমিভাব কমাতে, এইডসের রোগীর ক্ষুধা জাগাতে, এবং পুরনো বাত ও মাংসপেশিতে ব্যথা দূর করতে ডাক্তাররা গাঁজার ব্যবহারে অনুমতি দিয়ে থাকেন।
চিকিৎসাক্ষেত্রে এই গাঁজা সরবরাহকারী দেশের অন্যতম হল অস্ট্রেলিয়া৷ দেশের স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলছেন, আরও বৃহত্তর পরিসরে গাঁজা রফতানি করা হল রোগীরা উপকৃত হবেন। ২০১৬ সালেই চিকিৎসায় গাঁজার ব্যবহার আইনসিদ্ধ করেছে৷ তবে বিনোদনের জন্য গাঁজার ব্যবহার অস্ট্রেলিয়ায় এখনও নিষিদ্ধ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর