ভারতে এসে দুই বছরে ৬ শিশুকে যৌন হেনস্থা করেছিল এক জার্মান নাগরিক। এখানেই শেষ নয়, সেই অত্যাচারের ভিডিও করেছিল সে।
জানা যায়, ভারতে ২০১৫-১৬ সালে কাজের জন্য ভারতে আসে সেই জার্মান নাগরিক। তখন সেই ব্যাক্তি ছয় শিশুকে যৌন হেনস্থা করে সে। যাদের মধ্যে সবচেয়ে ছোট শিশুটির বয়স ছিল ৫ বছর। আর প্রতিটি অত্যাচারের ভিডিও করেছে সে।
ভারতীয় পুলিস জানিয়েছে, সেই জার্মান ব্যক্তির কাছ থেকে একটি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে। যেখানে দেখা গেছে, বিপুল সংখ্যায় শিশু পর্নোগ্রাফি ও শিশুদের অত্যাচারের ভিডিও রয়েছে তাতে। সেগুলির পাশাপাশি, নিজের করা অত্যাচারের ভিডিও রেকর্ড করা রয়েছে সেখানে।
পুলিস তদন্ত করতে গিয়ে জানতে পারে যে, আয়ারল্যান্ডে এর আগে একবার অর্থাৎ ১৯৯৬ সালে এই একই দোষের কারণে জেলে যেতে হয়েছিল এই ব্যক্তিকে। এরপর জেল থেকে ছাড়াও পেয়ে যায় সে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর