দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ট্রেনের কয়েকটি বগিতে আগুন লেগে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ সময় ২৬৮ যাত্রী আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ফ্রি স্টেট প্রদেশের ক্রুনস্টাড শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রেনের কয়েকটি বগিতে আগুন জ্বলছে। পাশে উল্টে পড়ে থাকা একটি ট্রাকও দেখা যায়।
ফ্রি স্টেট স্বাস্থ্য বিভাগের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহগুলো এমনভাবে পুড়েছে যে চেনা যাচ্ছে না’
দেশটির যোগাযোগমন্ত্রী জোয়ে মাসওয়াংগানি বলেন, ‘ট্রাকটি দ্রুত রেল ক্রসিং পার হতে গিয়ে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে।’
এ ঘটনায় ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানান এক যাত্রী।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম