ইরানে ছয় বছর বয়সী এক আফগান শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে বৃহস্পতিবার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তেহরানের দক্ষিণে অবস্থিত ভারামিন শহর থেকে ২০১৬ সালের এপ্রিল মাসে আমির হোসেন পি. নামে এক ব্যক্তি সেতায়েশ গোরেশি নামে ওই মেয়েটিকে অপহরণ করে। পরে সে শিশুটিকে ধর্ষণ ও হত্যা করে। ওই সময় আমিরের বয়স ছিল ১৭ বছর।
তেহরান প্রদেশের বিচার বিভাগের প্রধান গোলামহোসেন ইসমাইলী বলেন, ‘নির্যাতিতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার শাস্তি কার্যকর করা হয়েছে।’
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম