মিশরে দুর্নীতির অভিযোগে ৭৫ জনকে আটক করেছে দেশটির সরকার। এদের মধ্যে সরকারি কর্মকর্তা ও বিদেশিও রয়েছেন। বৃহস্পতিবার দেশটি দুর্নীতিবিরোধী প্রশাসনিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে এমন তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, মিশরের কায়রো, গিজা, আলেকজান্দ্রিয়া, কাফর এল-শেখ, বাড়াবিয়া এবং দাকাল্লিয়াহসহ বিভিন্ন প্রদেশে অভিযানকালে সরকারি কর্মকর্তাদের আটক করা হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় সংবাদ সংস্থা জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে ঘুষ নেয়া, সরকারি নথি জাল করা, অবৈধ অভিবাসনের সুবিধা দেয়া এবং মানব পাচারের কাজে জড়িত থাকার পাশাপাশি বেসরকারি ও সরকারি তহবিলের অপব্যবহারের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
এদিকে দুর্নীতিবিরোধী প্রশাসনিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, দীর্ঘ ১৪ মাসের তদন্তের পর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পাশাপাশি বিভিন্ন অভিযোগে অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়েছে।
সূত্র: ফক্স নিউজ
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ