ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে আন্তর্জাতিক মহল। আর তারই জের ধরে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা বিবৃতিতে জানিয়েছেন, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একই রকম নয়।
এসময় তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে দুই দেশের (যুক্তরাষ্ট্র ও চীন) সঙ্গেই সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু তারা চীন থেকে যা পাচ্ছে, যুক্তরাষ্ট্র কাছ থেকে সেটাই পাবে, তেমন কাম্য নয়। পাকিস্তানে ৫৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা সম্ভব নয়। দেশের ব্যাংক ও কোম্পানিগুলোকে এমন আবেদনও জানানো সম্ভব নয়।
এ ব্যাপারে পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথাব্যথা নেই বলেও জানিয়েছেন তিনি। পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রয়োজন। চীন পাকিস্তানে অনেক টাকা বিনিয়োগ করেছে। তাদের অনেক পরিকল্পনাও রয়েছে।
পাকিস্তানের স্থিতাবস্থা, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নতির জন্য চীন যোগদান করার যোগ্য। চীন ও পাকিস্তান অনেকদিন ধরে সুদৃঢ় সম্পর্ক বজায় রেখে আসছে। তাই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো একটি দেশকে বেছে নেওয়ার দরকার নেই ইসলামাবাদের। এর প্রভাব পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ