সৌদি আরবে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি আকাশে ধ্বংস করে দেয় সৌদি প্রতিরক্ষা বাহিনী।
সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন আল-আখবারিয়া জানিয়েছে, শুক্রবার ইয়েমেন সীমান্তবর্তী নাজরান প্রদেশের আকাশসীমায় প্রতিরক্ষা বাহিনী একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়।
এর কিছুক্ষণ আগে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশন জানায়, সৌদি আরবের সামরিক লক্ষ্যবস্তুতে একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল সফলভাবে নিক্ষেপ করা হয়েছে বলে টুইট বার্তায় স্বীকার করেছে হুথি বিদ্রোহীরা।
বার্তায় বলা হয়, সোভিয়েত রাশিয়ার সময়কার মডেলের কাহের-২এম ক্ষেপণাস্ত্রটি নাজরানের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এটি সর্বোচ্চ ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে।
এরপর থেকে সীমান্তে সৌদি সেনাদের উপর হামলাসহ বেশ কয়েকবার সৌদির মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি বিদ্রোহীরা। অবশ্য অধিকাংশ ক্ষেপণাস্ত্রই আকাশেই ধ্বংস করে দেয় সৌদি প্রতিরক্ষা বাহিনী।
বিডি প্রতিদিন/০৬ জানুয়ারি ২০১৮/আরাফাত