বিশ্ব ইতিহাসে ২০১৮ সাল স্মরণীয় হয়ে থাকবে। কারণ, এই বছর নারীদের জন্য এক অতি-গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আইসল্যান্ড।
নতুন বছর এক অন্যভাবে শুরু করল আইসল্যান্ডবাসী। বিশেষ করে সে দেশের নারীরা। কারণ, এই দিন থেকে আইসল্যান্ড এক নতুন আইন কার্যকর করল। যার মোতাবেক এখন থেকে সে দেশে নারী কর্মীদের তুলনায় পুরুষদের বেশি বেতন দেওয়া বেআইনি হিসেবে গণ্য করা হবে। বিশ্বের প্রথম দেশ হিসেবে আইসল্যান্ড এই আইন কার্যকর করল।
প্রসঙ্গত, গত বছর ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসের দিন এই আইনের ঘোষণা করা হলেও, নতুন বছরের প্রথম দিন থেকে তা কার্যকর হল।
নতুন আইন অনুযায়ী, যে সব সংস্থা ২৫ জনের বেশি কর্মী নিয়োগ করে থাকে, তাদের বাধ্যতামূলকভাবে সরকারি প্রশংসাপত্র রাখতে হবে এই মর্মে যে তারা নারী ও পুরুষদের সমান বেতন বা পারিশ্রমিক দেওয়ার নীতি সমর্থন করে। তেমনটা না হলে, ওই সংস্থাকে জরিমানা করার সংস্থান রয়েছে আইনে।
গত বছর কয়েক হাজার নারী রাস্তায় নেমে লিঙ্গভিত্তিক পারিশ্রমিক ব্যবস্থায় বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। তাদের সেই দাবি অবশেষে ফলপ্রসূ হয়েছে।
নতুন আইন যখন পেশ করেছিল আইসল্যান্ডের মধ্য-দক্ষিণপন্থী সরকার, তখন তা সমর্থন করে বিরোধীরা। আইসল্যান্ডের সংসদে ৫০ শতাংশ সদস্যই নারী। আইসল্যান্ডের এই আইন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
বিডি প্রতিদিন/০৬ জানুয়ারি ২০১৮/আরাফাত