'ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ' বইটি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি এখন সরগরম। ২০০ এর বেশি সাক্ষাৎকার নিয়ে বইটি লেখা হয়েছে। লেখক মাইকেল ওলফের কাছে ট্রাম্পের হাঁড়ির খবর ফাঁস করেছেন হোয়াইট হাউসের সাবেক প্রধান উপদেষ্টা স্টিভ ব্যানন।
বইয়ের অংশ বিশেষ প্রকাশ হওয়ার পর ট্রাম্প বিবৃতিতে জানান, 'ব্যাননের মাথা খারাপ হয়ে গেছে।' কিন্তু সেসব 'মিথ্যা' না 'সত্য' তার ব্যাপারে কোনো মন্তব্য করেননি ট্রাম্প।
শনিবার এ নিয়ে টুইট করেছেন ট্রাম্প। তিনি তাতে লিখেছেন, মাইকেল ওলফ একটা অভাগা (লুজার)। সে তার বিরক্তিকর ও অবিশ্বাসযোগ্য বই বিক্রির জন্য জন্য গালগল্প তৈরি করেছে। এই কাজে সে 'পাপী' স্টিভ ব্যাননকে ব্যবহার করেছে। যখন তাকে চাকরিচ্যুত করা হয় তখন সে কেঁদেছিল এবং চাকরি ভিক্ষা চেয়েছিল। প্রায় সবাই স্টিভ ব্যাননকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল। দুর্ভাগ্য!
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি, ২০১৮/ফারজানা