কঙ্গোয় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৪৪ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ব্রুনেলে নামের এক কিশোর, তার বোন গ্লাডিস ও গ্লাডিসের শিশু রয়েছে। তীব্র তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় রাজ্যগুলোর জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় সময় বুধবার রাতে এ ঘটনা ঘটে।
এছাড়া গ্যালিমাতে ভূমিধস ও পানির তোড়ে বস্তির এলাকার অনেক ঘরবাড়ি ভেসে গেছে। এত গৃহহীন হয়ে পড়েছেন অনেক বাসিন্দা। টানা প্রবল বৃষ্টিপাতের কারণেই এ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। বিরূপ আবহাওয়ায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নিউ ইয়র্ক এবং নিউজার্সিসহ বিভিন্ন রাজ্যের চার হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। নতুন বছরের প্রথম প্রহরে শুরু হওয়া হাড় কাঁপানো শৈত্যপ্রবাহের অবনতি ঘটে বৃহস্পতিবার ভোরে। হিমাঙ্কের নিচে তাপমাত্রার সঙ্গে যোগ হয় ৫০ থেকে ৬০ মাইল বেড়ে প্রবাহিত তুষারঝড়, যাকে স্থানীয়ভাবে ‘বোমা সাইক্লোন’ বলা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন