প্রথমে দুই কন্যা সন্তানের মৃত্যু হয়। পরে আরও দুই কন্যা সন্তানের জন্ম দেন ফতেমা বিবি। সেই সঙ্গে টাকার দাবি না মেটানোয় ওই গৃহবধূকে মারধর করে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ভারতের রাজারহাটের পানাপুকুরে এই ঘটনা ঘটে। ফতেমা বিবির বাপের বাড়ি উত্তর গাজিপুরে।
পরিবারের অভিযোগ, খুনের একদিন পর তারা সব জানতে পারেন। বারবার টাকা চাইত জামাই অজগর আলি মোল্লা। গত ২ জানুয়ারি বউকে বাপের বাড়ি পাঠিয়ে পঞ্চাশ হাজার টাকা চায়। টাকা না নিয়েই পরের দিন ফিরে যান ফতেমা বিবি। এরপরই মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
জামাই, মেয়ের শ্বশুর, শাশুড়িসহ আট জনের বিরুদ্ধে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেছে ওই ফাতেমার পরিবার । ঘটনার পর থেকেই পলাতক গোটা পরিবার।
সূত্র: নিউজ ১৮
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৮/হিমেল