সিরিয়ায় পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় শিশুসহ প্রায় ৫০ জন নিহত হয়েছেন। তাছাড়া এ হামলায় আরও বেশকিছু বেসামরিক নাগরিক আহত হয়েছেন। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এ তথ্য নিশ্চিত করেছে।
এসওএইচআর জানায়, শনিবার মার্কিন জোটের জঙ্গিবিমান ইউফ্রেটিস নদীর পূর্ব-তীরে অবস্থিত আল শাফা গ্রামে বোমাবর্ষণ করলে হতাহতের এ ঘটনা ঘটে।
সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ।
বিডি প্রতিদিন/এ মজুমদার