জম্মু-কাশ্মীরের নওসেরা সেক্টরে ঘন জঙ্গলের ভেতর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল পাকিস্তানি সেনারা। কিন্তু তাদের নাশকতার ছক ভেস্তে দিল ভারতীয় সেনারা।
নতুন বছরের আগেই ভারতীয় সেনার উপর এ হামলার ছক কষেছিল পাকিস্তান স্পেশাল ফোর্স। তবে সতর্ক থাকা ভারতীয় সেনার পাল্টা জবাবে তা ভেস্তে যায়। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার বদলে পাকিস্তানে ফিরে যায়।
সূত্রের খবর, গত রবিবার বিকেল থেকে ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে ভারি সেলিং শুরু করে পাকিস্তানি সেনারা। অভিজ্ঞতা অনুযায়ী এরপরেই সতর্ক হয়ে যায় ভারতীয় সেনাবাহিনী। কড়া ভাষায় পাকিস্তানি সেনাদের জবাব দিতে সার্চ অপারেশন শুরু করে ভারতীয় সেনারা। কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার