প্রিন্স লুইয়ের জন্ম, হ্যারি-মেগানের বিয়ে, বিদেশ সফর সবকিছু মিলিয়ে বেশ ব্যস্ত একটি বছর গেছে ব্রিটিশ রাজপরিবারের জন্য। ২০১৮ বছরটির বিদায়ের মুহূর্তে বিদায়ী বছরের ১২ মাসে রাজপরিবারের সদস্যদের প্রিয় মুহূর্তগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করেছে কেনসিংটন প্যালেস। রাজপরিবারের আলোচিত চার সদস্য প্রিন্স উইলিয়াম-কেট মিডলটন, প্রিন্স হ্যারি-মেগান মের্কেলকে নিয়ে তৈরি তিন মিনিটের ভিডিওটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা