ফিলিপাইনের পূর্বাঞ্চলে ঝড়ের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্যোগে ১৮ জন নিখোঁজ রয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, দুর্যোগে পূর্বাঞ্চলীয় বিকোল এলাকাতেই ৫৭ জনের মৃত্যু হয়েছে। পূর্বাঞ্চলীয় ভিসায়াস এলাকার কাছে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।
উসমান নামের ঝড়টি শনিবার রাজধানী ম্যানিলার দক্ষিণ পূর্বাঞ্চল বিকোলে আঘাত হানে, তারপর থেকে অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছেন এবং মৃতের সংখ্যাও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
খারাপ আবহাওয়ার কারণে ২২ হাজারের বেশি মানুষকে বাড়ি-ঘর ছেড়ে বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। দুর্যোগে নিখোঁজ হওয়া লোকজনকে খুঁজে পেতে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
সরকারি সতর্কীকরণ পদ্ধতি ঝড়টিকে টাইফুন হিসেবে চিহ্নিত না করায় লোকজন পূর্ব সতর্কতা অবলম্বন করেননি বলে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানিয়েছেন এক কর্মকর্তা।
চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন মাংখুট সেপ্টেম্বরে ঘন্টায় ২০০ কিলোমিটার শক্তি নিয়ে দ্বীপ দেশটিতে আঘাত হেনেছিল। ওই টাইফুনেও ৬০ জনের বেশি নিহত হয়েছিল।
ফিলিপাইনে রেকর্ডে সবচেয়ে প্রাণঘাতী ঝড় ছিল ২০১৩ সালে আঘাত হানা সুপার টাইফুন হাইয়ান। হাইয়ানের তাণ্ডবে সাত হাজারেরও বেশি লোক নিহত এবং লাখ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন