সৌদি আরবের পর এবার পাকিস্তানকে বিভিন্ন প্যাকেজের আওতায় ৬২০ কোটি ডলারের সহায়তা চুক্তি চূড়ান্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার পাকিস্তান সফরে গিয়ে আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ এই চুক্তির ব্যাপারে ঘোষণা দিতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকালে সংযুক্ত আরব আমিরাত প্যাকেজটি সম্পূর্ণ করে। বিশ্বের বিভিন্ন দেশকে ইসলামাবাদের মূল্য পরিশোধ চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তার লক্ষ্যে এই চুক্তি হয়েছে। এ প্যাকেজের আওতায় রয়েছে ৩.২ বিলিয়ন মূল্যের তেল যা বাকিতে পরিশোধযোগ্য। এ ছাড়া তিন বিলিয়ন নগদ পরিশোধ করবেন। সৌদি আরবের মতো বিভিন্ন শর্তসাপেক্ষে এ প্যাকেজ দেওয়া হয়েছে।
পাকিস্তান দুই বন্ধু দেশ থেকে সব মিলিয়ে তেল ও গ্যাস আমদানিতে প্রায় আট বিলিয়ন ডলার বাঁচাতে পারবে। এটা দেশটির বার্ষিক তেল আমদানির ৬০ শতাংশেরও বেশি। পাকিস্তান সরকার কম দামে বা বাকিতে এলএনজি কেনার জন্য কাতারের সঙ্গেও আলোচনা শুরু করেছে তবে তা এখনও প্রাথমিক অবস্থায় রয়েছে বলে জানায় পত্রিকাটি।
আর এ বিষয়ে সব ধরনের আর্থিক সহযোগিতা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত করবে। এর আগে সৌদি আরব দেশটিকে ৩.১৮ শতাংশ সুদে দুই বিলিয়ন নগদ অর্থ সহায়তা দিয়েছে। ফেব্রুয়ারি মাসে আরও এক বিলিয়ন ডলার দেয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন