চুরি বিদ্যা তখনই মহাবিদ্যা, যখন তুমি ধরা পড়বে না। এই কথাটি বোধহয় জানা ছিল আমেরিকার এই চোরের। নাহলে থানায় রাখা সাইকেল কেউ চুরি করতে যায়! সেই অসম সাহসী কাজটিই করতে গিয়েছিল আমেরিকায় এক চোর। কিন্তু ধরা পড়ে যাওয়ায় ফলও মিলেছে হাতে নাতে।
আমেরিকার গ্লাসস্টোন থানার সামনে থেকে সাইকেল চুরি করতে গিয়েছিল এক চোর। কেউ নেই দেখে সাইকেলের তালা ভাঙার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু তার বোধহয় জানা ছিল না, মাথার উপর রয়েছে সিসিটিভি ক্যামেরা।
তালা ভেঙে সাইকেল নেবেন, সেই সময়ই তার পেছনে এসে দাঁড়িয়ে পড়েন এক পুলিশ অফিসার। পুলিশ দেখে হতভম্ব হয়ে পড়ে ওই চোর। পালানোর চেষ্টাও করেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করে পুলিশ। গোটা ঘটনার ভিডিও সম্প্রতি সামনে এসেছে। আর চোরের নির্বুদ্ধিতা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।
গ্লাডস্টোন পুলিশ ডিপার্টমেন্টের অফিসার কার্ল বেল বলেছেন, লোকে সাইকেল চুরি করছে এটা বিরল নয়। কিন্তু যে জায়গায় চুরি করতে এসে ধরা পড়ল ওই চোর, তা বেশ হাস্যকর।’ খবর আনন্দবাজারের
ভিডিও দেখতে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন