যতক্ষণ পর্যন্ত কংগ্রেস মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের অর্থ না দিচ্ছে ততক্ষণ সরকারে শার্ট ডাউন চলবে। এই অচলাবস্থা মাসের পর মাস এমনকী প্রয়োজনে বছরের পর বছর ধরে চলবে। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি এই সমস্যা সমাধানে কংগ্রেসের ডেমোক্র্যাট প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। ওই বৈঠকে মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণ করতে ৫৬০ কোটি ডলার প্রয়োজন বলে জানান ট্রাম্প। সন্ত্রাসবাদ ঠেকাতে মেক্সিকো সীমান্ত পুরাপুরি বন্ধ করে দেওয়া প্রয়োজন বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, তিনি সরকারের অচলাবস্থা বহু বছর ধরে সহ্য করতে প্রস্তুত আছেন কিন্তু মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেওয়ার অবস্থান থেকে তিনি সরে যাবেন না। মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের চাওয়া অর্থ বরাদ্দ না রেখেই সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। তবে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে বিলটি পাস নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। ফলে সহজে মার্কিন সরকারের আংশিক অচলাবস্থা কাটার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
গত বৃহস্পতিবার দায়িত্ব নিয়েই ডেমোক্র্যাটরা একটি বিল পাস করে। এতে সীমান্তে দেওয়াল নির্মাণের জন্য ১৩০ কোটি ডলার এবং অন্যান্য সীমান্ত নিরাপত্তার জন্য ৩০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণ করতে ৫৬০ কোটি ডলার দাবি করেছিলেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর