ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব আলী শামখানি বলেছেন, ইরান এখন এতোই শক্তিশালী যে কোনো দেশই আমাদের ওপর হামলা চালানোর ক্ষমতা রাখে না। সোমবার পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামখানি বলেন, পশ্চিম এশিয়ার কোনো দেশেই ইরানি সেনা মোতায়েন নেই যে তাদেরকে আমরা ফেরত আনবো। ইরাকি, সিরিয়ান, আফগান ও ইয়েমেনী জনগণ নিজেরাই তাদের দেশকে রক্ষা করেছে। এসব দেশে শুধুমাত্র ইরানি সামরিক উপদেষ্টা ছিল, যারা সংশ্লিষ্ট দেশের নেতৃবৃন্দের আবেদনে সাড়া দিয়ে সামরিক পরামর্শ দিয়েছিল।
আমেরিকার সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, মার্কিনীদের আচরণের ইতিহাস প্রমাণ করছে যে তাদের ওপর আস্থা রাখা যায় না। মার্কিনীদের পরিকল্পনা কী করে ব্যর্থ করে দিতে হয়, ইরান সেটা রপ্ত করেছে বলে মন্তব্য করেন শামখানি।
তিনি আরও বলেন, আমেরিকা, তাদের বর্তমান পরিস্থিতিতে কোনো দেশের সঙ্গে আলোচনার পক্ষ হবার যোগ্যতা রাখে না।
আফগান সরকার ও তালেবানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন ইরান আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করতে সহযোগিতা করতে চায়।
পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আজ তেহরানে শুরু হয়েছে। এশিয়া ও ইউরোপের রাজনৈতিক, সামরিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা ওই সম্মেলনে অংশ নিয়েছেন।
বিডি প্রতিদিন/০৭ জানুয়ারি ২০১৯/আরাফাত