বিশ্বের সবচেয়ে আলোচিত ও ব্যয়বহুল বিয়ের তালিকায় স্থান করে নিয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে। বিয়ের প্রায় এক মাস হয়ে গেছে। এবার প্রকাশ করা হয়েছে তার হলুদের ছবি।
ইশার হলুদের জন্য পোশাক ডিজাইন করেছেন ভারতের খ্যাতনামা ডিজাইনার সব্যসাচী। সম্প্রতি হলুদের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি। হলুদে সোনালী রঙের লেহেঙ্গার সঙ্গে মিলিয়ে কানে ও গলায় ফুলের গহনা পরেছিলেন ইশা। বউয়ের সাজের সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি পরেছিলেন বর অজয় পিরামল।
নীতা ও মুকেশ আম্বানি কন্যা ইশার সঙ্গে ব্যবসায়ী অজয় পিরামলের বাগদান হয় গত বছরের সেপ্টেম্বরে। ১২ ডিসেম্বর গুজরাটি রীতিতে বিয়ে সম্পন্ন হয় তাদের।
বিডি প্রতিদিন/ফারজানা