চীনের রাজধানী বেইজিংয়ের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালিয়েছে। মঙ্গলবার ওই হামলায় ২০ শিশু আহত হয়েছে।
এ ব্যাপারে শিচেং জেলা সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে তাদের অবস্থা স্থিতিশীল আছে। হামলার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। তবে শিশুরা মাথায় আঘাত পেয়েছে বলে জানিয়েছে জেলা সরকার।
বার্তা সংস্থা রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুলের কাছেই একটি হাসপাতালে শিশুদের চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের বাইরে ছয়টি পুলিশের গাড়ি ছিল।
হামলার ব্যাপারে পুলিশের পক্ষ থেকে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ