বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস এএফপিকে গত মঙ্গলবার জানিয়েছেন, তিনি প্রেসিডেন্টের পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন যুক্তরাষ্ট্র সমর্থিত অভ্যুত্থানের কারণে। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে প্রচুর পরিমানে লিথিয়াম আছে। বৈশ্বিকভাবেই এর চাহিদা বাড়ছে। কারণ উন্নত প্রযুক্তির যন্ত্র যেমন ল্যাপটপ ও ইলেক্ট্রিক গাড়িতে ব্যবহৃত ব্যাটারির গুরুত্বপূর্ণ উপাদান এই লিথিয়াম।
তিন সপ্তাহের টানা বিক্ষোভের পর গত ১০ নভেম্বর প্রেসিডেন্ট পদ থেকে সরে যান মোরালেস। চতুর্থবারের মতো ওই পদে নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ উঠে। সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল উইলিয়াম কলিমান জনসম্মুকে সরে যাওয়ার আহ্বান জানালে মোরালেস পদত্যাগ করেন।
সূত্র: জাপান টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা