ভারতের রাজধানী দিল্লিতে খালে পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। কুয়াশার কারণে পথ দেখতে অসুবিধা হওয়ায় এটা হতে পারে বলে আজ সোমবার জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। স্থানীয় সময় গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র জানিয়েছে, গাড়িতে সবমিলিয়ে ১১ জন ছিল। দানকৌর এলাকায় খেরলি খালে গাড়িটি পড়ে যায়। সবাইকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ৬ জনকে মৃত ঘোষণা করেন। ৫ জনের চিকিৎসা চলছে।
আরোহীরা সবাই উত্তর প্রদেশের সম্ভল জেলার বাসিন্দা। তারা দিল্লিতে যাচ্ছিলেন। নিহতরা হলেন মহেশ (৩৫), কৃষাণ লাল (৫০), রাম খিলাড়ি (৭৫), নিরেশ (১৭), মাল্লু (১২) ও নেত্রাপাল (৪০)।
বিডি প্রতিদিন/ফারজানা