পাকিস্তান এবং ভারত পরমাণু স্থাপনার তালিকা বিনিময়ের পর এবার দু’দেশের জেলে বন্দীদের তালিকা বিনিময় করা হলো। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় জেলে বন্দী ২৬৭ জন সাধারণ পাকিস্তানি নাগরিক ও ৯৯ জন মৎস্যজীবীর তালিকা ইসলামাবাদের হাতে তুলে দেওয়া হয়েছে। পাকিস্তানের জেলে বন্দী ৫৫ জন সাধারণ ভারতীয় নাগরিক ও ২২৭ জন মৎস্যজীবীর তালিকা দিয়েছে ইসলামাবাদ।
ভারত বলছে, সাধারণ ভারতীয় বন্দী, ‘নিখোঁজ’ ভারতীয় সেনা ও মৎস্যজীবীদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে বলা হয়েছে পাকিস্তানকে। চার সাধারণ ভারতীয় বন্দী ও ১২৬ জন মৎস্যজীবীকে শনাক্ত করেছে দিল্লি। তাদের এখনই মুক্তি দিতে বলেছে ভারত। ১১৪ জন বন্দীর সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দ্রুত দেখা করতে দেওয়া উচিত বলে জানানো হয়েছে। ৮২ পাকিস্তানি বন্দর শনাক্তকরণ প্রক্রিয়াও দ্রুত শেষ হওয়া প্রয়োজন বলে জানিয়েছে দিল্লি। ২২টি ভারতীয় নৌকা পাকিস্তানের হেফাজতে। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সেগুলো ফেরাতে ভারতীয় দলের করাচি যাওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ইসলামাবাদকে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক