বর্ষবরণের রাতে কাজ থেকে বাড়ি ফেরার পথে ২৭ বছরের এক তরুণী হোটেলকর্মীকে পরপর দুবার গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার মধ্যরাতে ভারতের উত্তর প্রদেশের কালিয়াগঞ্জে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের পরিবার মামলা দায়ের করার পর দু’জনকে আটক করে পুলিশ।
জানা গেছে, ঐ তরুণী একটি হোটেলে কাজ করেন। নতুন বছরের রাতে একটু দেরিতেই হোটেলের কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, ওই সময় ধনকৈল এলাকারই দুই যুবক তাকে রাস্তা থেকে তুলে ধনকৈল মিনি ব্যাংকের পাশে নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে জোর করে মদ খাইয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ঐ তরুণী। কোনওমতে সেখান থেকে পালিয়ে যান ওই তরুণী।
তবে সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তায় উঠতেই তাকে ধরে নিয়ে ফের গণধর্ষণ করা হয়। তার পরিবার জানিয়েছে, অনেক রাতেও মেয়ে না ফেরায় তার খোঁজে বের হন সবাই। রাত ৩টা নাগাদ রাস্তায় বসে থাকা ওই তরুণীর খোঁজ মেলে। পরিজনদের কাছে সব কথা জানান ওই তরুণী। এরপরেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ করা হয়। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক